public-health-convention-2020-by-ganosamhati-andolon
public-health-convention-2020-by-ganosamhati-andolon

আগামীকাল গণসংহতি আন্দোলনের জনস্বাস্থ্য কনভেনশন ২০২০

আগামীকাল গণসংহতি আন্দোলনের জনস্বাস্থ্য কনভেনশন ২০২০

Spread the love

আগামীকাল ২৫ জুলাই ২০২০, শনিবার সাকল ১০টায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে অনলাইনে “জনস্বাস্থ্য কনভেনশন ২০২০” আয়োজন করা হয়েছে। এ কনভেনশনে ৫টি সেশনে ৪০ জন বিশিষ্ট ব্যক্তি আলোচনায় অংশগ্রহণ করবেন। জনস্বাস্থ্য কনভেনশন ২০২০ উদ্বোধন করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি, মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ কনভেনশনে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।


উদ্বোধনী অধিবেশন

সকাল ১০টা থেকে ১০:৩০

উদ্বোধনী বক্তব্য: ডা. জাফরুল্লাহ চৌধুরী
সভাপতির সূচনা বক্তব্য: জোনায়েদ সাকি

প্রথম অধিবেশন

স্বাস্থ্যের অধিকার, মৌলিক অধিকার, বিদ্যমান অবস্থা এবং গণমুখী সর্বজনীন স্বাস্থ্য 
ব্যবস্থার রুপরেখা

সকাল ১০:০০ থেকে ১২:০০ টা

আলোচক:

  • ডাঃ মোজাহেরুল হক- জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ও সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং সাবেক উপদেষ্টা এসিএআরও
  • ডাঃ বে-নজীর আহমেদ-জীবাণু ও রোগতত্ত্ব বিশেষজ্ঞ এবং সাবেক মহাপরিচালক আইইডিসিআর
  • ড. আলী রিয়াজ- সরকার ও রাজনীতি বিশেষজ্ঞ
  • ডা. সায়েদুর রহমান খসরু- বিশেষজ্ঞ চিকিৎসক ও বিভাগীয় প্রধান, ফারমাকোলোজি বিভাগ, বিএসএমএমইউ
  • ড. শাহাদুজ্জামান- চিকিৎসা নৃবিজ্ঞানী এবং কথা সাহিত্যিক, অধ্যাপক, সাসেক্স ইউনিভার্সিটি, যুক্তরাজ্য
  • ডা. মো: ইমদাদুল হক – বিশেষজ্ঞ চিকিৎসক
  • ড. নাসির উদ্দিন- ঔষধ বিজ্ঞান বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, লারকিন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
  • অধ্যাপক সাদাফ নূর -চিকিৎসা নৃবিজ্ঞানী, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ড. তৌফিক জোয়ার্দার- জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নির্বাহী পরিচালক পাবলিক হেলথ ফাউন্ডেশন

অধিবেশন সঞ্চালনা করবেন:
ফিরোজ আহমেদ,
সদস্য রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন

দ্বিতীয় অধিবেশন

প্রাণ-প্রকৃতি সুরক্ষা, নগরায়ন ও জীবনযাপনের পরিবর্তন, মহামারী ও জনস্বাস্থ্য যেসব  রূপান্তর দাবি করে

দুপুর ১২:০০ টা থেকে ১:৩০ পর্যন্ত

আলোচক:

  • অধ্যাপক আনু মুহাম্মদ – অর্থনীতিবিদ ও সদস্য সচীব, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি
  • সৈয়দা রিজওয়ানা হাসান -পরিবেশ আইনবিদ ও নির্বাহী পরিচালক, বেলা
  • গওহার নঈম ওয়ারা – দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ
  • অরূপ রাহী- শিল্পী ও গবেষক
  • অমল আকাশ -শিল্পী ও সংস্কৃতি আন্দোলন সংগঠক
  • বখতিয়ার আহমেদ -নৃবিজ্ঞানী, শিক্ষক, রাজশাহ বিশ্ববিদ্যালয়
  • ডা. শমী সুহৃদ -মনোবিজ্ঞান বিশেষজ্ঞ
  • অলীক মৃ -আদিবাসী সংগঠক

অধিবেশন সঞ্চালনা করবেন:
জুলহনাইন বাবু,
সদস্য সম্পাদকমণ্ডলী, গণসংহতি আন্দোলন

তৃতীয় অধিবেশন

আর্থসামাজিক বিকাশে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন কেন অপরিহার্য?

দুপুর ১:৩০ থেকে ৩:০০ টা

আলোচক:

  • ড. সালেহউদ্দিন আহমেদ -সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
  • ড. বদিউল আলম মজুমদার- সম্পাদক, সুজন এবং অর্থনীতিবীন ও উন্নয়ন সংগঠক
  • ড. বিনায়ক সেন- অর্থনীতিবিদ ও গবেষণা পরিচালক, বিআইডিএস
  • ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর- অর্থনীতিবিদ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • অধ্যাপক ফাহমিদুল হক – গণমাধ্যম বিশেষজ্ঞ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • অধ্যাপক সামিনা লুৎফা – সমাজবিজ্ঞানী ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

অধিবেশন সঞ্চালনা করবেন:
হাসান মারুফ রুমী,
সদস্য রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন

চতুর্থ অধিবেশন

দুর্নীতি ও আমলাতান্ত্রিক কর্তৃত্বমুক্ত এবং জবাবদিহিতাপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থার
শাসনতান্ত্রিক ও আইনি কাঠামো

বিকাল ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত

আলোচক:

  • ড. তোফায়েল আহমেদ -স্থানীয় সরকার বিশেষজ্ঞ
  • ডা. শেখ বাহারউদ্দিন – বিশেষজ্ঞ চিকিৎসক ও সভাপতি খুলনা বিএমএ
  • অধ্যাপক ডা. হারুন অর রশিদ- বিশেষজ্ঞ চিকিৎসক
  • ডা. মাহফুজুর রহমান – চেয়ারম্যান, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র
  • এডভোকেট হাসনাত কাইয়ুম -আইনজীবী ও সংগঠক রাষ্ট্রচিন্তা
  • গোলাম মোর্তোজা- বিশিষ্ট সাংবাদিক
  • অধ্যাপক তানজীমউদ্দিন খান- অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া- আইনজীবী ও মাধবাধিকার সংগঠক

অধিবেশন সঞ্চালনা করবেন:
ফিরোজ আহমেদ,
সদস্য রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন

পঞ্চম অধিবেশন

স্বাস্থ্য ব্যবস্থার গণমুখী রূপান্তরে রাজনৈতিক করণীয়

বিকাল ৪:০০ থেকে ৬:০০টা

আলোচক:

খালেকুজ্জামান – সাধারণ সম্পাদক, বাসদ
মাহমুদুর রহমান মান্না- আহ্বায়ক, নাগরিক ঐক্য
সাইফুল হক – সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পাটি
নুরুল কবীর- সাংবাদিক ও সম্পাদক, দি নিউ এজ
দেওয়ান আবদূর রশীদ নীলু- কৃষক আন্দোলন সংগঠক
তাসলিমা আখতার- শ্রমিক আন্দোলন সংগঠক
নুরুল হক নুর- ভিপি, ডাকসু

অধিবেশন সঞ্চালনা করবেন:
জুলহনাইন বাবু,
সদস্য সম্পাদকমণ্ডলী,গণসংহতি আন্দোলন

এ অনলাইন কনভেনশন সরাসরি সম্প্রাচর হবে গণসংহতি আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

https://www.facebook.com/ganosamhati/

এ অনলাইন জনস্বাস্থ্য কনভেনশন ২০২০ এর খবর সংগ্রহে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদককে দায়িত্ব প্রদান করে সহযোগিতা করবেন।

বার্তা প্রেরক

বাচ্চু ভূঁইয়াসদস্য,
সম্পাদকমন্ডলীগণসংহতি আন্দোলন
গণসংহতি আন্দোলন
কেন্দ্রীয় নির্বাহী কমিটি


Spread the love