Privacy policy | customer support | FAQ
গঠনতন্ত্র
গঠনতন্ত্র
ধারা-১ দলের নাম
দলের নাম হবে: গণসংহতি আন্দোলন
ইংরেজিতে হবে : Ganosamhati Andolon
ধারা-২ দলের লক্ষ্য
(Peoples’ Solidarity Movement )
দলের ঘোষণাপত্রে নির্দেশিত জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধান ও ব্যবস্থার বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অসাম্প্রদায়িক, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধশালী, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার সংগ্রাম এগিয়ে নেয়াই হবে দলের লক্ষ্য ।
ধারা-৩ আদর্শ
শ্রেণি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, ভাষা ইত্যাদির ভিত্তিতে মানুষে মানুষে বৈষম্যের বিপরীতে সাম্য ও সমতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার সংগ্রামই হবে দলের আদর্শ । এই দল সারা দুনিয়ার মানুষের স্বাধীনতা, মুক্তি ও গণতান্ত্রিক সংগ্রামের সাথে একাত্ম হবে। বাংলাদেশসহ সারা দুনিয়ার জনগণের অতীত ও বর্তমানের সংগ্রামী অভিজ্ঞতার আলোকে দিশা সন্ধান করবে।
ধারা-৪ পতাকা
দলের পতাকা হবে লাল, সবুজ ও কালো রং বিশিষ্ট। প্রকৃতি তথা জীবনের রং হিসাবে সবুজ, সংগ্রামের প্রতীক হিসাবে লাল ও বর্ণবৈষম্যসহ জাতিগত, লিঙ্গীয়, ধর্মীয় বৈষম্য নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসাবে কালো রং ব্যবহৃত হবে। পতাকার দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত হবে ২:৩। প্রথম এক চতুর্থাংশ সবুজ, এক চতুর্থাংশ লাল ও বাকি অর্ধেক সাদা জমিনের মাঝে দলীয় প্রতীক।
ধারা-৫ প্রতীক
দলের প্রতীক হবে লাল বিচ্ছুরিত সূর্য, মাঝে কালো চাকা ৷
এদেশের আপামর জনসাধারণ, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? আমরা কি এমন বাংলাদেশে চেয়েছি যেখানে মুষ্টিমেয় কিছু লুটেরাদের হাতে বন্দি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছি যেখানে হাজার হাজার কোটি টাকা লোপাট আর পাচার হয়ে যায় আর কোটি মানুষের পেটে ৩ বেলা ভাত জোটে না?
ধারা-১ দলের নাম
দলের নাম হবে: গণসংহতি আন্দোলন
ইংরেজিতে হবে : Ganosamhati Andolon
ধারা-২ দলের লক্ষ্য
(Peoples’ Solidarity Movement )
দলের ঘোষণাপত্রে নির্দেশিত জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধান ও ব্যবস্থার বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অসাম্প্রদায়িক, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধশালী, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার সংগ্রাম এগিয়ে নেয়াই হবে দলের লক্ষ্য ।
ধারা-৩ আদর্শ
শ্রেণি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, ভাষা ইত্যাদির ভিত্তিতে মানুষে মানুষে বৈষম্যের বিপরীতে সাম্য ও সমতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার সংগ্রামই হবে দলের আদর্শ । এই দল সারা দুনিয়ার মানুষের স্বাধীনতা, মুক্তি ও গণতান্ত্রিক সংগ্রামের সাথে একাত্ম হবে। বাংলাদেশসহ সারা দুনিয়ার জনগণের অতীত ও বর্তমানের সংগ্রামী অভিজ্ঞতার আলোকে দিশা সন্ধান করবে।
ধারা-৪ পতাকা
দলের পতাকা হবে লাল, সবুজ ও কালো রং বিশিষ্ট। প্রকৃতি তথা জীবনের রং হিসাবে সবুজ, সংগ্রামের প্রতীক হিসাবে লাল ও বর্ণবৈষম্যসহ জাতিগত, লিঙ্গীয়, ধর্মীয় বৈষম্য নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসাবে কালো রং ব্যবহৃত হবে। পতাকার দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত হবে ২:৩। প্রথম এক চতুর্থাংশ সবুজ, এক চতুর্থাংশ লাল ও বাকি অর্ধেক সাদা জমিনের মাঝে দলীয় প্রতীক।
ধারা-৫ প্রতীক
দলের প্রতীক হবে লাল বিচ্ছুরিত সূর্য, মাঝে কালো চাকা ৷
এদেশের আপামর জনসাধারণ, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? আমরা কি এমন বাংলাদেশে চেয়েছি যেখানে মুষ্টিমেয় কিছু লুটেরাদের হাতে বন্দি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছি যেখানে হাজার হাজার কোটি টাকা লোপাট আর পাচার হয়ে যায় আর কোটি মানুষের পেটে ৩ বেলা ভাত জোটে না?