০২ নভেম্বর, ২০২০
প্রেস বিজ্ঞপ্তি
উস্কানীমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন কুমিল্লার মুরাদনগরে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার কর সাম্প্রদায়িক হামলা ঠেকাতে ব্যর্থ কর্তৃপক্ষের গাফিলতির বিচার করতে হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আজ এক যৌথ বিবৃতিতে গতকাল ১ নভেম্বর কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ ঘটনার পুঙ্খানুপঙ্খ তদন্ত দাবি এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, লালমনিরহাটের বুড়িমারীতে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে ফেসবুকে কমেন্ট করার জেরে সহিংস হামলার ঘটনায় দেশের প্রশাসনিক ব্যর্থতার চিত্র আরো স্পষ্টভাবে হাজির হয়েছে। সাধারণ জনসাধারণের স্বাভাবিক সহাবস্থান, সম্প্রীতি এবং সেইসাথে ধর্মীয় সংখালঘু জনগোষ্ঠীর জানমালকে অনিরাপদ অবস্থায় ফেলে দিচ্ছে। এরকম হামলায় একদিকে মানুষের বিশ্বাস, মূল্যবোধ ও সম্প্রীতি নষ্ট হচ্ছে অন্যদিকে উগ্রতা ও সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র বাস্তবায়িত হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, এখানে রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি নজিরবিহীন। অবিলম্বে নেতৃবৃন্দ সরকারকে এ পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করার আহ্বান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, দেশের কোথাও কোন সাম্প্রদায়িক হামলার চেষ্টা মেনে নেয়া হবেনা। এবং অতিসত্বর মুরাদনগর ও লালমনিরহাটের ঘটনার যথার্থ তদন্ত ও দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্রহীনতা, রাজনৈতিক ফ্যাসিবাদের প্রকট অবস্থা, গুন্ডাদের রাজত্ব, তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে ধর্মীয় অসহিষ্ণুতা ও অস্থিরতা। গণসংহতি আন্দোলন মনে করে অপরাধীদের শাস্তি দেয়া যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মানুষের মাঝে সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলাও। সর্বোপরি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে নাগরিকদের অধিকার ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে হবে। দেশবাসীর নিকট আবেদন- আমাদের দেশ ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, ’৬৯ গণ অভ্যুথান, ভাষা আন্দোলন ইত্যাদি অসাম্প্রদায়িক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত; এই দেশ কোন ষড়যন্ত্রের কাছে হার মানবে না। কাজেই ফ্রান্সসহ অন্য যে কোন রাষ্ট্রের সাম্প্রদায়িক পরিস্থিতির জের যেন বাংলাদেশকে বিপদে না ফেলে সে বিষয়ে দেশবাসী সজাগ থাকুন।
বার্তা প্রেরক —
গণসংহতি আন্দোলন
কেন্দ্রীয় নির্বাহী কমিটি