বাঙালি: ’অসভ্য অনার্য বর্বর জাতি’
কোন একটি লংমার্চে, সম্ভবত সুনেত্র লংমার্চের সময়ের কথা। আমি বাসের মধ্যভাগে বসে ছিলাম। পেছন থেকে শুনলাম কেউ একজন বলছে, “এই অসভ্য বর্বর অনার্য”। তাড়াতাড়ি দুইজনকে ডেকে আক্ষরিক অর্থে খুব গুরুত্বদিয়ে আলোচনা করেছিলাম। ওরা উভয়েই এটাকে ”নিছক দুষ্টমি” বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছিলো। তো শিরোনামের অংশটি নব্য রাজনৈতিক কর্মী বা অল্প বয়সী রাজনৈতিক কর্মীদের থেকে পেয়েছি।…