গণপিটুনিতে হত্যার মনস্তত্ত্ব তৈরি হয় বিচারহীনতার জমিনে
এই ভয়ঙ্কর নারকীয় ঘটনার মুখে দাঁড়িয়েও শান্ত হতেই অনুরোধ করবো। আমাদের দেশে আমাদেরকে যে কোন নিপীড়কের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সহিষ্ণু সংস্কৃতির পক্ষে দাঁড়াতে হবে। বিশ্বের যে যেখানে যে পরিচয়ে নিপীড়িত সেখানে তার সেই পরিচয়ের পক্ষেও দাঁড়াতে হবে। বাংলাদেশে কেউ হিন্দু হিসেবে, বৌদ্ধ হিসেবে, কিংবা স্রেফ ভিন্ন বিশ্বাসের কারণে কেউ আক্রমণের শিকার হলে তার পক্ষে দাঁড়ানো…