You are currently viewing আগামীকাল গণসংহতি আন্দোলনের জনস্বাস্থ্য কনভেনশন ২০২০
জনস্বাস্থ্য কনভেনশন-২০২০

আগামীকাল গণসংহতি আন্দোলনের জনস্বাস্থ্য কনভেনশন ২০২০

আগামীকাল ২৫ জুলাই ২০২০, শনিবার সাকল ১০টায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে অনলাইনে “জনস্বাস্থ্য কনভেনশন ২০২০” আয়োজন করা হয়েছে। এ কনভেনশনে ৫টি সেশনে ৪০ জন বিশিষ্ট ব্যক্তি আলোচনায় অংশগ্রহণ করবেন। জনস্বাস্থ্য কনভেনশন ২০২০ উদ্বোধন করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি, মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ কনভেনশনে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।


উদ্বোধনী অধিবেশন

সকাল ১০টা থেকে ১০:৩০

উদ্বোধনী বক্তব্য: ডা. জাফরুল্লাহ চৌধুরী
সভাপতির সূচনা বক্তব্য: জোনায়েদ সাকি

প্রথম অধিবেশন

স্বাস্থ্যের অধিকার, মৌলিক অধিকার, বিদ্যমান অবস্থা এবং গণমুখী সর্বজনীন স্বাস্থ্য 
ব্যবস্থার রুপরেখা

সকাল ১০:০০ থেকে ১২:০০ টা

আলোচক:

  • ডাঃ মোজাহেরুল হক- জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ও সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং সাবেক উপদেষ্টা এসিএআরও
  • ডাঃ বে-নজীর আহমেদ-জীবাণু ও রোগতত্ত্ব বিশেষজ্ঞ এবং সাবেক মহাপরিচালক আইইডিসিআর
  • ড. আলী রিয়াজ- সরকার ও রাজনীতি বিশেষজ্ঞ
  • ডা. সায়েদুর রহমান খসরু- বিশেষজ্ঞ চিকিৎসক ও বিভাগীয় প্রধান, ফারমাকোলোজি বিভাগ, বিএসএমএমইউ
  • ড. শাহাদুজ্জামান- চিকিৎসা নৃবিজ্ঞানী এবং কথা সাহিত্যিক, অধ্যাপক, সাসেক্স ইউনিভার্সিটি, যুক্তরাজ্য
  • ডা. মো: ইমদাদুল হক – বিশেষজ্ঞ চিকিৎসক
  • ড. নাসির উদ্দিন- ঔষধ বিজ্ঞান বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, লারকিন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
  • অধ্যাপক সাদাফ নূর -চিকিৎসা নৃবিজ্ঞানী, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ড. তৌফিক জোয়ার্দার- জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নির্বাহী পরিচালক পাবলিক হেলথ ফাউন্ডেশন

অধিবেশন সঞ্চালনা করবেন:
ফিরোজ আহমেদ,
সদস্য রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন

দ্বিতীয় অধিবেশন

প্রাণ-প্রকৃতি সুরক্ষা, নগরায়ন ও জীবনযাপনের পরিবর্তন, মহামারী ও জনস্বাস্থ্য যেসব  রূপান্তর দাবি করে

দুপুর ১২:০০ টা থেকে ১:৩০ পর্যন্ত

আলোচক:

  • অধ্যাপক আনু মুহাম্মদ – অর্থনীতিবিদ ও সদস্য সচীব, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি
  • সৈয়দা রিজওয়ানা হাসান -পরিবেশ আইনবিদ ও নির্বাহী পরিচালক, বেলা
  • গওহার নঈম ওয়ারা – দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ
  • অরূপ রাহী- শিল্পী ও গবেষক
  • অমল আকাশ -শিল্পী ও সংস্কৃতি আন্দোলন সংগঠক
  • বখতিয়ার আহমেদ -নৃবিজ্ঞানী, শিক্ষক, রাজশাহ বিশ্ববিদ্যালয়
  • ডা. শমী সুহৃদ -মনোবিজ্ঞান বিশেষজ্ঞ
  • অলীক মৃ -আদিবাসী সংগঠক

অধিবেশন সঞ্চালনা করবেন:
জুলহনাইন বাবু,
সদস্য সম্পাদকমণ্ডলী, গণসংহতি আন্দোলন

তৃতীয় অধিবেশন

আর্থসামাজিক বিকাশে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন কেন অপরিহার্য?

দুপুর ১:৩০ থেকে ৩:০০ টা

আলোচক:

  • ড. সালেহউদ্দিন আহমেদ -সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
  • ড. বদিউল আলম মজুমদার- সম্পাদক, সুজন এবং অর্থনীতিবীন ও উন্নয়ন সংগঠক
  • ড. বিনায়ক সেন- অর্থনীতিবিদ ও গবেষণা পরিচালক, বিআইডিএস
  • ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর- অর্থনীতিবিদ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • অধ্যাপক ফাহমিদুল হক – গণমাধ্যম বিশেষজ্ঞ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • অধ্যাপক সামিনা লুৎফা – সমাজবিজ্ঞানী ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

অধিবেশন সঞ্চালনা করবেন:
হাসান মারুফ রুমী,
সদস্য রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন

চতুর্থ অধিবেশন

দুর্নীতি ও আমলাতান্ত্রিক কর্তৃত্বমুক্ত এবং জবাবদিহিতাপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থার
শাসনতান্ত্রিক ও আইনি কাঠামো

বিকাল ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত

আলোচক:

  • ড. তোফায়েল আহমেদ -স্থানীয় সরকার বিশেষজ্ঞ
  • ডা. শেখ বাহারউদ্দিন – বিশেষজ্ঞ চিকিৎসক ও সভাপতি খুলনা বিএমএ
  • অধ্যাপক ডা. হারুন অর রশিদ- বিশেষজ্ঞ চিকিৎসক
  • ডা. মাহফুজুর রহমান – চেয়ারম্যান, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র
  • এডভোকেট হাসনাত কাইয়ুম -আইনজীবী ও সংগঠক রাষ্ট্রচিন্তা
  • গোলাম মোর্তোজা- বিশিষ্ট সাংবাদিক
  • অধ্যাপক তানজীমউদ্দিন খান- অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া- আইনজীবী ও মাধবাধিকার সংগঠক

অধিবেশন সঞ্চালনা করবেন:
ফিরোজ আহমেদ,
সদস্য রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন

পঞ্চম অধিবেশন

স্বাস্থ্য ব্যবস্থার গণমুখী রূপান্তরে রাজনৈতিক করণীয়

বিকাল ৪:০০ থেকে ৬:০০টা

আলোচক:

খালেকুজ্জামান – সাধারণ সম্পাদক, বাসদ
মাহমুদুর রহমান মান্না- আহ্বায়ক, নাগরিক ঐক্য
সাইফুল হক – সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পাটি
নুরুল কবীর- সাংবাদিক ও সম্পাদক, দি নিউ এজ
দেওয়ান আবদূর রশীদ নীলু- কৃষক আন্দোলন সংগঠক
তাসলিমা আখতার- শ্রমিক আন্দোলন সংগঠক
নুরুল হক নুর- ভিপি, ডাকসু

অধিবেশন সঞ্চালনা করবেন:
জুলহনাইন বাবু,
সদস্য সম্পাদকমণ্ডলী,গণসংহতি আন্দোলন

এ অনলাইন কনভেনশন সরাসরি সম্প্রাচর হবে গণসংহতি আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

https://www.facebook.com/ganosamhati/

এ অনলাইন জনস্বাস্থ্য কনভেনশন ২০২০ এর খবর সংগ্রহে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদককে দায়িত্ব প্রদান করে সহযোগিতা করবেন।

বার্তা প্রেরক

বাচ্চু ভূঁইয়াসদস্য,
সম্পাদকমন্ডলীগণসংহতি আন্দোলন
গণসংহতি আন্দোলন
কেন্দ্রীয় নির্বাহী কমিটি

Leave a Reply